দ্বিতীয় দিনে যেখানে শেষ হয়েছিল তৃতীয় দিনে সেখান থেকেই শুরু। মাঝে উইন্ডিজ প্রতিরোধ গড়েছে ঠিক তবে দীর্ঘায়িত হয়নি। ব্যাটিংয়ের মতো বল হাতেও দুর্দান্ত মেহেদী হাসান মিরাজ, নিয়েছেন ৪ উইকেট। সফররতরা অল আউট হয়েছে ২৫৯ রানে।
১৭১ রানের লিড, তবুও দ্বিতীয় ইনিংসে ছন্নছাড়া বাংলাদেশের টপ অর্ডার। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত দুজনেই ফিরেছেন খালি হাতে। সাদমান ইসলাম প্রতিরোধ গড়তে চেয়েছিলেন, তবে গ্যাব্রিয়েলের বাউন্সারে কাটা পড়েছেন।
তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাট করেছে ২০ ওভার, ৩ উইকেট হারিয়ে রান ৪৭। উইকেটে আছেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। বাংলাদেশ এগিয়ে ২১৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৩০
উইন্ডিজ (প্রথম ইনিংস): ২৫৯
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ৪৭/৩ ( মুমিনুল ৩১, মুশফিক ১০, কর্নওয়াল ৯-১-২৮-২)