মাত্র ১৯ বছর ২৩৯ দিন বয়সেই পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ‘ট্রিপল সেঞ্চুরি’ করার মাইলফলক ছুঁয়েছেন মোহাম্মদ হুরায়রা। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন ৬৪ রানের ইনিংস, পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটেও ব্যাট হাতে ছড়াচ্ছেন আলো। হুরায়রার আছে আরও একটা পরিচয়, সে শোয়েব মালিকের ভাতিজা। আর, ভাতিজার অনন্য কৃতিত্বে গর্বিত মালিক জানিয়েছেন শুভ কামনা, জুগিয়েছেন ভালো খেলার প্রেরণা।
“দ্বিতীয় পাকিস্তানি তরুণ ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করায় আমি তোমার জন্য অত্যন্ত গর্বিত। তোমাকে অনেক দূর যেতে হবে। কঠোর পরিশ্রম করতে থাকো”- টুইটারে মালিক
Youngest batters to score a first-class triple century in Pakistan 👇
311 for Karachi Whites, Javed Miandad ➜ 17 years 310 days old
311 for Northern, Mohammad Huraira ➜ 19 years 239 days old 🔥— ESPNcricinfo (@ESPNcricinfo) December 21, 2021
চাচার কাছ থেকে এমন প্রশংসা এবং উৎসাহ পেয়ে মালিকের টুইটার পোস্ট শেয়ার করে হুরায়রা জানান খুশিতে আত্মহারা হয়ে ওঠার কথা।
Over the moon right now 💓 https://t.co/hjUVz1rjvl
— Muhammad Hurraira (@therealhurraira) December 20, 2021
সোমবার পাকিস্তানের উত্তরাঞ্চল ও বেলুচিস্তানের মধ্যকার ম্যাচে উত্তরাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ৩২৭ বল খেলে ৪০টি চার এবং ৪টি ছক্কার মাধ্যমে হুরায়রা করেছেন ৩১১ রান। এই রান তুলতে তিনি সময় নিয়েছেন ৫৬১ মিনিট। এর আগে, ১৯৭৫ সালে পাকিস্তানে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ১৭ বছর ৩১০ দিন বয়সে ট্রিপল সেঞ্চুরি করে পাকিস্তানের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন জাভেদ মিয়াঁদাদ।