২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

চামিরাকে হারিয়ে ধাক্কা খেলো শ্রীলঙ্কা

- Advertisement -

বিশ্বকাপ ব্যর্থতা, অধিনায়কের দায়িত্ব থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা সরে দাঁড়ানো; সবকিছু মিলিয়ে খুব একটা ভালো সময় পার করছে না শ্রীলঙ্কা ক্রিকেট। এরই মধ্যে ভারতের বিপক্ষে খেলতে হবে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ। দল ঘোষণা হয়েছে আগেই। ঘোষিত সেই দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন দুষ্মন্ত চামিরা।

“গতকাল আমরা তার রিপোর্ট পেয়েছি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ সে খেলতে পারবে না” – প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা

চামিরার বদলি হিসেবে পেসার আসিতা ফার্নান্দোকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলেতে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি ২৭ জুলাই।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:

চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ থিককশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুশারা, আসিতা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্ডো।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img