১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

চার ধাপ নিচে নামলো বাংলাদেশ

- Advertisement -

‘র‍্যাংকিং’ এই শব্দটা ক্রিকেটে বাংলাদেশকে গর্বিত করে। বাংলাদেশেরই সাকিব আল হাসান অলরাউন্ডার র‍্যাংকিংয়ে রাজত্ব করেন । বিপরীতে এই ‘র‍্যাংকিং’ শব্দটাই বাংলাদেশের জন্য ফুটবলে রূপ নিয়েছে বিভীষিকায়। গত এক দশকে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এতোটাই নিচে নেমেছে যে র‍্যাংকিংয়ে বাংলাদশের নিচে দল সংখ্যা হাতেগোনা কয়েকটি। বেশীরভাগ দেশেরই ফুটবলে হাতেখড়ি বাংলাদেশের অনেক পরে, কিংবা ফুটবলে তারা নিয়মিত নয়।

এক সময় ১১০ নাম্বারে থাকা বাংলাদেশে ফুটবল দলের বর্তমান অবস্থান ১৯২। ২৩ই জুন ফিফা প্রকাশিত র‍্যাংকিংয়ে সাউথ এশিয়ার দেশটি পিছিয়েছে চার ধাপ। এর আগে মার্চে প্রকাশিত ফিফার সবশেষ র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিলো ১৮৮। এশিয়ান কাপের বাছাইয়ে তিন ম্যাচের সব গুলোতেই বড় ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ার দল।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২

১৯২তম অবস্থানে এবারই প্রথম না। এর আগে ২০১৮-তেও একই পজিশনে ছিলো লাল-সবুজের জার্সিধারীরা। তবে বাংলাদেশের সর্বনিম্ন র‍্যাংকিং আরো নিচে। এর আগের বছর ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ঠেকেছিলো ১৯৭-তে। যেটা বাংলাদেশের ফুটবল ইতিহাসেই সর্বনিম্ন। ২০১৬ এর পর র‍্যাংকিংয়ে ১৮০ এর ভিতর জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img