মাঠ কিংবা মাঠের বাহিরে, সবসময় বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আলোচনায় থাকেন। সাম্প্রতিক আলোচনায় সাকিব এসেছেন শ্রীলঙ্কায় টেস্ট না খেলে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়ে। এজন্য তিনি বিসিবি থেকে ছুটি নিয়েছেন। তারপরই মূলত বোমা ফাটান বিসিবি সভাপতি। কিছুদিন আগে বিসিবি সভাপতি সাকিবের এমন সিদ্ধান্তে অবাক হন খেলোয়াড়দের বিসিবির সাথে চুক্তির বিষয়ে ভবিষ্যতে আরো কঠোর হওয়ার কথাও বলেন নাজমুল হাসান পাপন।
এ বিষয়ে এতোদিন মুখ খোলেননি সাকিব আল হাসান। শনিবার একটি সংবাদ মাধ্যমে লাইভে এসে সাকিব এ বিষয়ে কথা বলেন। তিনি জানান-শ্রীলঙ্কায় দুটি টেস্ট না খেলে আইপিএলে খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য। সেজন্য তিনি ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছিলেন। সাকিব বলেন সেই চিঠিতে কোথাও তিনি লেখেননি যে, টেস্ট খেলতে চান না। তার চিঠির ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে বলেও সাকিব অভিযোগ করেন। আর অভিযোগের তীরটা ছুড়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান আকরাম খানের দিকে। লাইভে সাকিব বলেন-
“বারবার কথা হচ্ছে এই টেস্ট নিয়ে। আমি যখন বিসিবিকে চিঠিটা দিয়েছি… যারাই বলছে আমি টেস্ট খেলতে চাই না বা খেলবো না- তাঁরা এই চিঠিটা পড়েনি। এটা হচ্ছে বড় কথা। আমি আমার চিঠির কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি আমার চিঠিতে উল্লেখ করেছি যে, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির জন্যে এই সময়টায় আইপিএল খেলতে চাই।”
“এরপর আকরাম ভাই স্পেশালি বারবার বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছেন। আমার ধারণা উনি সত্যিকারে আমার চিঠিটা পড়েননি। ওনারা যে সিদ্ধান্তটা নিয়েছে তা আলোচনা করেই নিয়েছে। তবে আমার ধারণা উনি লেটারটা পড়েননি।”
সাকিব বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানান। “পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই। ওনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একজন খেলোয়াড়ের স্বাধীনতা থাকা উচিত। একজন ক্রিকেটারের দ্বায়বদ্ধতা থাকে যখন জাতীয় দলে খেলে। আবারও পাপন ভাইকে ধন্যবাদ জানাই, তার জায়গা থেকে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।”