৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

চুক্তি থেকে বাদ পড়েছেন ডু প্লেসিস

- Advertisement -

সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ডু প্লেসিস। তার বদলি হিসেবে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে নেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেনকে।

গত মাসেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডু প্লেসিস। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তার। সাউথ আফ্রিকার হয়ে ৬৯ টেস্টে খেলে ৪০.০২ গড়ে ৪১৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি সংখ্যা ১০ এবং হাফ-সেঞ্চুরির সংখ্যা ২১।

ডু প্লেসিসের জায়গায় সুযোগ পাওয়া হেনরিখ ক্লাসেনের অধিনায়কত্বেই পাকিস্তান সফরে টি-টোয়েন্টি খেলেছিল সাউথ আফ্রিকা। এছাড়া ওয়ানডে, টি-টোয়েন্টি অনেকদিন ধরেই জাতীয় দলের নিয়মিত মুখ হেনরিখ।

কেন্দ্রীয় চুক্তির ঘোষণা আসায় এখন ঘরোয়া ক্রিকেট শুরুর প্রস্তুতি নিতে পারবে সাউথ আফ্রিকার দলগুলো। শীর্ষে পর্যায়ে খেলা ৮ দলের সবাই নিজেদের স্কোয়াডে ১৬ জন করে খেলোয়াড় রাখতে পারবে। দ্বিতীয় বিভাগের সাত দলের প্রত্যেকে নিজেদের স্কোয়াডে ১১ জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে পারবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img