৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজ

- Advertisement -

চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। ৪ ম্যাচ খেলে শিকার করেছেন ৯ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন ৩ নম্বরে। এমন ফর্মে থাকা বোলারকে কোন দলই বা একাদশে রাখতে না চাইবে? মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের শুরুর একাদশে জায়গা ধরে রেখেছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ।

চেন্নাইয়ের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই র‌য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট শিকার করেন টাইগার পেসার। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩০ রানে ফিজের শিকার ২ উইকেট। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে অবশ্য মুদ্রার উল্টো পিঠ দেখেছেন কাটার মাস্টার। ৪ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন চেন্নাইয়ের সবচেয়ে খরুচে বোলার। অবশ্য নিয়েছিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা প্রসেসিংয়ের কাজে দেশে ফিরে এক ম্যাচ মিস করেছেন মুস্তাফিজ। পরের ম্যাচেই আবারও চেনা ছন্দে টাইগার পেসার। ২৩ রান খরচায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নেন ২ উইকট। অবশ্য ব্যাটিং সহায়ক উইকেটে খুব একটা পরীক্ষা দিতে হয়নি ফিজকে। তাই মুম্বাইয়ের ব্যাটিং বান্ধব উইকেটে চেন্নাই ফিজকে একাদশে রাখবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন টাইগার পেসার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img