ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ। কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেরা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লাজিও। দুটি ম্যাচই শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায়।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে পিএসজি। কাতারি মালিকানাধীন পিএসজি স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে নকআউট পর্বে শেষ ছয়বারের দেখায় পাঁচবার হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে।
২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার পর সবশেষ দুই মৌসুম শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে এমবাপ্পেরা। রিয়াল সোসিয়েদাদ সবশেষ ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলেছে।
অন্যদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ইতালিয়ান ক্লাব লাজিওর বিপক্ষে মাঠে নামবে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে দুই দলের সবশেষ দেখায় দুই রাউন্ডেই জিতেছিল বায়ার্ন।
ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জার্মান পরাশক্তিদের পরিসংখ্যান বরাবরই ভালো। ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে প্রতিবারই জিতেছে বায়ার্ন মিউনিখ।