২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

চ্যাম্পিয়নশিপ রক্ষার মিশনে দুর্দান্ত শুরু টাইগার যুবাদের

- Advertisement -

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ঘরের মাটিতে ১৬ রানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। আফগান যুবাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন অধিনায়ক সুলায়মান সাফি।  টাইগার পেসার রিপন মন্ডল ২০ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহরাব হাসান। প্রথম ইনিংস শেষে টাইগার যুবারা স্কোরবোর্ডে তুলতে পেরেছে মাত্র ১৫৪ রান; খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। ইনিংসের শুরুতেই দুইটি উইকেট হারানো টাইগার যুবারা প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাটে ভর করে বিপর্যয় সামলে নেয়ার চেষ্টা করে। নাবিলের ব্যাট থেকে আসে ৪২ রান। শেষে অধিনায়ক মেহরাব হোসেনের নৈপুণ্যে ১৫৪ রান অব্দি পৌছে টাইগাররা; দলের সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে ৪৯ রান করেন অধিনায়ক। আফগান যুবাদের হয়ে চারটি উইকেট নিয়েছেন বিলাল সামি।

১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সুলায়মান আরাবজাইয়ের উইকেট হারায় সফরকারীরা। কিন্তু এরপরে দ্বিতীয় উইকেট জুঁটিতে ইজাজ আহমেদকে নিয়ে স্কোরবোর্ডে ৪১ রান যোগ করে অধিনায়ক সুলায়মান সাফি; ১৮ রানে ইজাজ ফিরে গেলেও সাফি ছিলেন দারুণ ছন্দে। সাফি ছন্দে থাকলেও বাকি ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। ব্যক্তিগত ৪৮ রান করে আফগান অধিনায়ক যখন ড্রেসিং রুমের পথে ফিরছেন, তখন দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮৪।

দুর্দান্ত শুরু করা আফগান যুবারা ৭৮ থেকে ১০২; এই ২৪ রানেই হারায় ৪ উইকেট; যার মধ্যে আছে অধিনায়ক সাফির উইকেটটিও। এরপর নাঙ্গেলিয়া খারোতের ব্যাটে ঘুরে দাড়াবার চেষ্টা করলেও, টাইগার বোলারদের দৃঢ়তায় নিশ্চিত জয়টা হাত থেকে ফসকে যায় আফগান যুবাদের। খারোতের ব্যাট থেকে এসেছে ২৬ রান। ২০ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন রিপন মন্ডল। রবিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img