৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগ-লিভারপুল ম্যাচ হওয়া নিয়ে শংকা!

- Advertisement -

১৭ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোল’র খেলা শুরু হওয়ার কথা। আর প্রথম দিনই মুখোমুখি হবে জার্মান ক্লাব লাইপজিগ এবং ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। প্রথম লেগের ম্যাচ খেলতে লিভারপুলকে যেতে হবে জার্মানিতে। কিন্তু বিপত্তি অন্য জায়গায়। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় আপাতত ইংল্যান্ড থেকে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করেছে জার্মান সরকার। যেই নিষেধাজ্ঞা থাকবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এমন পরিস্থিতিতে বিকল্প চিন্তা করছে টুর্নামেন্ট আয়োজকরা। দুটি সিদ্ধান্ত হতে পারে,  প্রথমত অন্য কোন ভেন্যুতে হোম ও অ্যাওয়ে ম্যাচ দুটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিকল্প আরেকটি ভাবনা রয়েছে। প্রথম লেগের ম্যাচটি যদি লাইপজিগ ইংল্যান্ডে খেলতে যায় তাহলে সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে। সেক্ষেত্রে ১০ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচ লিভারপুলকে খেলতে যেতে হবে লাইপজিগের মাঠে। সেই সাথে শর্তও জুড়ে দেয়া হবে। আসা-যাওয়ার মাঝে দু’দলের ফুটবলারদের অবশ্যই করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img