১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ছুরিকাঘাতে আহত লামিন ইয়ামালের বাবা

- Advertisement -

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো শহরের রোকাফোন্ডা এলাকায় এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’।

প্রতিবেদনে বলা হয়, পোষা কুকুরকে নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর লোকগুলো ফিরে এসে তাকে আক্রমণ করে এবং একাধিকবার ছুরিকাঘাত করে ফেলে চলে যায়।

ভ্যানগার্দিয়া বলছে, কোনো এক বাড়ির বারান্দা থেকে পানি ফেলায় তর্কে জড়িয়েছিলেন ইয়ামালের বাবা মৌনির। স্প্যানিশ নিউজ এজেন্সি ‘ইএফই’ বলেছে, ছুরিকাঘাতে ইয়ামালের বাবা মারাত্মক আহত হলেও এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

এ ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছে কাতালান আঞ্চলিক পুলিশ। আনুষ্ঠানিকভাবে তারা এই ঘটনার সত্যতা নিশ্চিত না করলেও বার্তসংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img