২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

ছোট চন্দরপলকে নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

- Advertisement -

বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডি সিলভার অধিনায়কত্বে বাংলাদেশে তিনটি আন-অফিসিয়াল টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ১৫ সদস্যের দলে আছেন শিবনায়ায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল।

বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার নিয়েই দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাখা হয়েছে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন বাঁহাতি অলরাউন্ডার রেমন রেইফার, পেসার অ্যান্ডারসন ফিলিপ ও বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতিকে। তবে সবমিলিয়ে দলে তারুণ্যের আধিক্য।

বাবা শিবনারায়ণ চন্দরপলের সাথে ছেলে তেজনারায়ণ চন্দরপল। ছবি: ইন্টারনেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চারদিনের তিন ম্যাচের প্রথম’টা শুরু আগামী ১৬ মে। সিরিজের বাকি দুই টেস্ট যথাক্রমে ২৩ এবং ৩০ মে।

ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারবিয়ানদের মতো বাংলাদেশে ‘এ’ দলেও তরুণদেরই দেওয়া হয়েছে প্রাধান্য। টাইগারদের নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। ওয়েস্ট ‘এ’ দল বাংলাদেশে আসবে ১১ মে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আকিম জর্ডান, অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, রেমন রেইফার, কেভিন সিনক্লেয়ার, গুড়াকেশ মোতি ও অ্যান্ডারসন ফিলিপ।

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আকের আলী অনিক (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img