১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

জাকের-রিশাদ দৃঢ়তায় মান বাঁচাল বাংলাদেশ ‘এ’ দল

- Advertisement -

শুক্রবার সকাল থেকেই বৃষ্টি। খেলা হবে কিনা তা নিয়েই ছিল শঙ্কা। পড়ে অবশ্য ঠিকই দিনের খেলা মাঠে গড়িয়েছে। তবে প্রথম সেশন ভেসে গেছে বৃষ্টিতে। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হলে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতে সাদমান ইসলাম এবং পরে জাকের আলি অনিকের ব্যাটে মান বাঁচায় স্বাগতিকরা। অনিককে দারুণ সঙ্গ দিয়েছেন রিশাদ হোসেন। তাতেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে আফিফ হোসেনের দলে স্বস্তির ড্র।

চারদিনের টেস্টের শেষ দিনে বাংলাদেশ ‘এ’ দলের লড়তে হতো ম্যাচ বাঁচানোর জন্যই। অর্ধেক কাজ করে দিয়েছে বৃষ্টি। বিনা উইকেটে ৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে লিড নিতে তখনো আফিফদের প্রয়োজন ১৫৫ রান। শেষমেশ দুই দলের অধিনায়ক ড্র মেনে নেওয়ার আগে বাংলাদেশ দল করেছে ৭ উইকেটে করে ১৮৭ রান ।

৭ উইকেটে ৪২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ফলো-অনে পড়েও সেই ব্যাটিং ব্যর্থতাই সঙ্গী হয়েছে। একটা সময় হারের শঙ্কাও জেগেছিল। শেষমেশ অবশ্য কোনোমতে বিপদ থেকে বেঁচেছে স্বাগতিক দল।

আগামী মঙ্গলবার একই মাঠে শুরু হবে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট। সিরিজের শেষ টেস্টের ভেন্যুও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল (১ম ইনিংস): ৪২৭/৭ (ডি.)
বাংলাদেশ ‘এ’ দল (১ম ইনিংস) : ২৬৭
বাংলাদেশ ‘এ’ দল (২য় ইনিংস) : ১৮৭/৭ (৫১.১ ওভার) (ফলো-অন)
(সাদমান ৬৪, জাকের ৩৬*, রিশাদ ২০*; মোটি ৫-১-১৩-২, ম্যাকআলিস্টার ১১-০-৪৮-২, জর্ডান ৮-৩-২৪-১)
ফলাফল: ম্যাচ ড্র

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img