সাফ চ্যাম্পিয়নশিপের ‘অ্যাসাইনমেন্ট’ শেষ, নিজের ‘ঘর’ বসুন্ধরা কিংসে ফিরে যাচ্ছেন কোচ অস্কার ব্রুজন। তাঁর বদলে নতুন কোচ পেতে বেশিদিন অপেক্ষাও করতে হলো না বাফুফের। বাফুফে সূত্রে নিশ্চিত হওয়া গেছে, নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকশে ট্রফিতে বাংলাদেশ দলের ডাগআউটে দাঁড়াবেন ঢাকা আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লিচিনিও লেমস।
যদিও লেমসের দায়িত্বও খন্ডকালীনই। শুধুমাত্র শ্রীলঙ্কায় হতে যাওয়া ওই চার জাতি টুর্নামেন্টের জন্যই লেমসকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণকালীন কোচ খোঁজার দিকে এখনো হাঁটছে না বাফুফে।
৩৫ বছর বয়সী লেমস এর আগেও জাতীয় দলের সাথে যুক্ত ছিলেন। সাবেক কোচ অ্যান্ড্রু ওর্ডের সহকারী ও দলের ট্রেইনার হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালের ডিসেম্বরে আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পান লেমস। আবাহনীর দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছিলেন এই কোচ। তাঁর অধীনেই ২০১৯ সালে এএফসি প্রেসিডেন্টস কাপের সেমিফাইনালে খেলেছিল আবাহনী; ইতিহাসে প্রথমবার আবাহনীকে এই প্রতিযোগিতার নকআউট পর্বে খেলার মূল কারিগর লেমস। তাইতো দ্বিতীয় মেয়াদেও তাঁর সাথে চুক্তি নবায়ন করে আবাহনী।