১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

জামাল-তপুদের গায়ে বাংলাদেশের নতুন জার্সি

- Advertisement -

উন্মোচিত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় দলের অফিশিয়াল জার্সি।

সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের উদ্দেশ্যে এই মুহুর্তে মালদ্বীপেই অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই নতুন অফিশিয়াল হোম এবং অ্যাওয়ে জার্সি পরিহিত অবস্থায় ছবির জন্য পোজ দিয়েছেন জামাল ভুঁইয়া ও তপু বর্মণ।

হোম জার্সিতে অধিনায়ক জামাল ভূঁইয়া

 

সাফ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য আয়োজন করা হয়েছিল ‘জার্সি কনটেস্ট’ এর। অনেকগুলো ডিজাইনের মধ্য থেকে নারায়ণগঞ্জ নিবাসী সুব্রত দাশের সুব্রত দাশের ডিজাইন করা সবুজ জার্সিকে ‘হোম জার্সি’ এবং সিলেটের স্বপন আহমেদের ডিজাইন করা লাল জার্সিকে ‘অ্যাওয়ে’ জার্সি হিসেবে নির্বাচিত হয়েছে। এই দুটি ডিজাইনকৃত জার্সি গায়ে জড়িয়েই মালদ্বীপে অনুষ্ঠিতব্য আসন্ন ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১’ এ অংশগ্রহণ করবেন জামাল-তপুরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ছবিঃ বাফুফে

১ অক্টোবর থেকে মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী রাউন্ড রবিন লিগে সব দলই খেলবে সবার বিরুদ্ধে। লিগ পর্বের শেষে সেরা দুই দল খেলবে ১৩ অক্টোবরের ফাইনালে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img