২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

জিম্বাবুয়েকে অল্প রানেই আটকেছে বাংলাদেশ

- Advertisement -

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও শেষটা ভালো হয়নি জিম্বাবুয়ের। মিডল অর্ডারের ব্যর্থতায় ১৫২ রানেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। জিম্বাবুয়ের পক্ষে ওয়ানডেতে ভালো ফর্মে থাকা রেজিস চাকাভা করেন সর্বোচ্চ ৪৩ রান।

ওপেনার মারুমানি আর মাদিভিরের জুটি খুব একটা বড় না হলেও দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের সর্বোচ্চ ৬৪ রানে করেন চাকাভা এবং মাদিভিরে। মাদিভিরেকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান। দ্রুত গতিতে রান তুলতে থাকা জিম্বাবুয়ে ১০ ওভারেই ৯০ রান তুলে ফেলে। নুরুল হাসান সোহান চাকাভাকে রান আউট করে ফেরালে থেমে যায় জিম্বাবুয়ের রানের চাকা।

সিকান্দার রাজাও রানের খাতা খোলার আগেই ফিরে যান শরিফুল ইসলামের বলে। জিম্বাবুয়ের শেষ বাধা রায়ান বার্লকে সাইফউদ্দিনের বলে অসাধারন ক্যাচে ফেরান শামিম পাটোয়ারী। ডিওন মায়ারস করেন ৩৫ রান এবং ওয়েসলি মাদিভিরের ব্যাট থেকে আসে ২৩ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। দুইটি করে উইকেট পান সাইফউদ্দীন এবং শরিফুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img