জাতীয় দলের বাইরে অনেকদিন ধরেই, ঘরোয়া লিগেও হাসছিল না সাব্বির রহমানের ব্যাট। জিম আফ্রো টি-টেন লিগে দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও পারেননি তেমন কিছু করতে। অবশেষে জ্বলে উঠেছে সাব্বিরের ব্যাট। জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে ১২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এ ব্যাটার। তারপরও ম্যাচ জিততে পারেনি তার দল।
অনেকদিন পর ঝড় উঠেছিল সাব্বিরে ব্যাটে। সেই ঝড়টা গেছে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতের ওপর দিয়ে। বোল্টসের ইনিংসের শেষ ওভারে জানাতকে ডানহাতি এ ব্যাটার মেরেছেন শেষ তিন বলে টানা তিন ছক্কা।
প্রথমটি সাব্বির মারেন লং অনের ওপর দিয়ে। জানাতের পরের বলে স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন ডানহাতি এ ব্যাটার। ইনিংসের শেষ বলে সাব্বিরের মারা ছক্কাটি ছিল আরও দৃষ্টিনন্দন। ডিপ কাভারের ওপর দিয়ে বিশাল ছক্কা মারেন তিনি। সাব্বিরে অপরাজিত ৩৪ রানের ইনিংসটি বোল্টসের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২০ সংগ্রহ করে বোল্টস। জবাবে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংসের শেষ বলে জয় পায় টাইগার্স। শেষ ২ বলে টাইগার্সের জয়ের জন্য দরকার মাত্র ১ রান। তখনই উইকেট হারিয়ে বসে টাইগার্স। এক বলে জয়ের জন্য প্রয়োজন ছিল এক রান। শেষ বলে ১ রান নিলে ৪ উইকেটের জয় পায় তারা।
ম্যাচ হারলেও কোয়ালিফায়ারে উঠেছে সাব্বিরের দল বোল্টস। আজ বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। সবশেষ ম্যাচে দুর্দান্ত খেলায় এই ম্যাচেও সুযোগ পেতে পারেন সাব্বির।
এর আগে যে দুই ম্যাচে সাব্বির ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তেমন কিছুই করতে পারেননি। কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে ২ বলে ১ রান করে হন রানআউট। ডারবান উলভসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। টাইগার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৩ বলে ২ রান করে আবার রানআউট!