২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

জুনিয়র তামিমই কি তামিম ইকবালের যোগ্য বিকল্প?

- Advertisement -

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার এই লাইনটি সত্যি করে যেন তামিম ইকবালের জায়গায় বিশ্বকাপে জায়গা পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। ২০০৭ সালে যেমন দেশসেরা ওপেনার দেখিয়েছিলেন নিজের প্রতিভা। তবে এবার দলে নেই তিনি। বিশ্বকাপ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করে জুনিয়র তামিম যেন দেখিয়ে দিলেন টাইগার সাবেক অধিনায়কের শূন্যতা পূরণে তিনি প্রস্তুত।

জাতীয় দলে অভিষেকের পর থেকে এখনো তেমন কিছু করতে পারেননি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ ওপেনার। ৪ ইনিংসে করেছেন মাত্র ৩২ রান কিন্তু স্ট্রাইকরেট ছিল চোখে পড়ার মতো, ১০৯.৬৭। তার সামর্থ্য নিয়ে দ্বিধা নেই টিম ম্যানেজমেন্টের। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। ক্যারিয়ার শুরুর দিকে সিনিয়র তামিম ঠিক যেমন ব্যাটিং করতেন।

সিনিয়রের অবর্তমানে দলের হাল ধরতে হবে তো জুনিয়র তামিমকেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দেখিয়েছেন সুযোগ পেলে নিজের কাজটা করার জন্য প্রস্তুত তিনি। ৮৮ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কার মারে খেলেছেন ৮৪ রানের ইনিংস। ৯৫.৪৫ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তামিম। এমন দারুণ ইনিংস শুধু বিশ্বকাপের মূলমঞ্চে খেললেই হয়। যা দেখার জন্যে মুখিয়ে আছে অগনিত টাইগার সমর্থক।

প্রস্তুতি ম্যাচে ফিফটি করেছেন লিটন কুমার দাশও

প্রস্তুতি ম্যাচ দিয়ে রানে ফিরেছেন জাতীয় দলের আরেক ওপেনার লিটন কুমার দাশ। লঙ্কানদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করে তুলে নিয়েছেন ফিফটি। সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে না পারা উইকেট কিপার ব্যাটারকে কিছুটা হলেও আত্মবিশ্বাস দেবে।

লিটন বিশ্বকাপে ভাল করবে তা নিয়ে আশাবাদী অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে দেশের একটি বেসরকারি টেলিভিশনে তিনি বলেছিলেন, “লিটন যদি ওর ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ টিভিতে ওকে দেখতে আরও বেশি পছন্দ করবে। যেভাবে ও পারফর্ম করবে, আমি নিশ্চিত, পুরো বিশ্বই হয়তো ওর দিকে তাকিয়ে থাকবে”               

বিশ্বকাপের মূলমঞ্চে নামার আগেই রান করে লিটন যেন বিশ্বসেরা অলরাউন্ডারকে বার্তা দিয়ে রাখলেন, অধিনায়ককে সঠিক প্রমাণ করতে প্রস্তুত তিনি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img