দ্বিতীয় টেস্টে মিরপুরে টসে জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে মাহমুদুল হাসান জয়ের। এছাড়াও ২০১৯ এর পর টেস্ট দলে ঢুকেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।
আগের টেস্ট থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহী ও ইয়াসির আলী চৌধুরী। এছাড়াও টাইফয়েডের কারণে নেই সাইফ হাসান।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদাত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ