ডানেডিনে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। পরিস্থিতির জন্য প্রস্তুত থাকলেও বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করেছেন টসে জিতলে তিনিও শুরুতে ফিল্ডিংই পছন্দ করতেন।
নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় ৩ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ, তাসকিন, মুস্তাফিজের সঙ্গে তরুণ হাসান মাহমুদ। দলের স্পিন ডিপার্টমেন্টে মেহেদি হাসান আর অভিষিক্ত মাহেদী হাসান। ব্যাটিং অর্ডারে নাজমুল হোসেন শান্তর জায়গায় অর্থাৎ ৩ নম্বরে সৌম্য সরকার।
শনিবারের ম্যাচসহ নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ ম্যাচে টস হারল বাংলাদেশ। আগের টসে হারা ২০ ম্যাচে বাংলাদেশে জয় ৩টিতে। স্বাগতিক একাদশে ৩ অভিষিক্ত, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে ও উইল ইয়ং।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান হাসান, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।