হারারেতে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবিয়ান অধিনায়ক ব্র্যান্ডন টেইলর। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন তিনিও আগে ফিল্ডিং করতে চেয়েছিলেন।
Zimbabwe have won the toss in the first ODI at Harare and they're bowling firsthttps://t.co/MoC6psVvlC | #ZIMvBAN pic.twitter.com/QRRE163b8r
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 16, 2021
শুক্রবার নিজের ২০০ তম ম্যাচ খেলতে নেমে টস জিতে ভালো শুরু করেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্র্যান্ডন টেইলর, পঞ্চম জিম্বাবিয়ান হিসেবে টেইলর এই কৃতিত্ব অর্জন করলেন। টস জিতে শুরুতে বোলারদের সুবিধার কথা ভেবে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি টেইলর। জিম্বাবুয়ে বলারদের শুরুর হুমকি সামলে নেওয়াই বাংলাদেশের টপ অর্ডারের প্রধান চ্যালেঞ্জ হবে।
মুস্তাফিজুর রহমান ইনিজুরির কারনে মিস করবেন এই ম্যাচ। চার নম্বরে দেখা যাবে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে, তামিমের ওপেনিং পার্টানার হিসেবে থাকবেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান লিতন দাশ।
বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান ,মিরাজ, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।