২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টাইগারদের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়লো আরও তিন দিন

- Advertisement -

ক্রাইস্টচার্চের মেঘাচ্ছন্ন আকাশের মতো নিউজিল্যান্ডে অবস্থানরত টাইগার শিবিরেও শঙ্কার কালো মেঘ কিছুতেই যেন কাটছে না। দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনা সংক্রমিত হওয়ার পর থেকেই দলের মধ্যে বিরাজ করছে অস্থিতিশীল অবস্থা। অস্বস্তির মাঝেও সুখবর আসে যখন সবশেষ করোনা পরিক্ষায় দলের সবাই করোনা নেগেটিভ হন। তবুও আরও তিন দিন বাংলাদেশ দলকে থাকতে হবে রুম কোয়ারেন্টিনে!

“বাংলাদেশ দলের সবাইকেই আরও তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে। হেরাথের সঙ্গে একই ফ্লাইটে থাকায় করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পরও দলের সবার জন্য ইয়েলো ব্যান্ড পড়া বাধ্যতামূলক। এই তিনদিন মাঠের অনুশীলন এবং জিমনেসিয়ামে যাওয়াও বন্ধ থাকবে”- এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়   

টানা বৃষ্টি এবং হার কাঁপানো ঠাণ্ডার মধ্যে একেই টাইগারদের বেহাল দশা তার উপর আরও তিন দিনের রুম কোয়ারেন্টিন যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়েই দেখা দিলো। বৃহস্পতিবার রুমবন্দী দশা থেকে বেরিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উৎযাপন করেছিলো বাংলাদেশ দল। দলের সবাই মুক্ত বাতাসে শ্বাস নিয়ে যেন হাঁফ রেখেই বেঁচেছিলো। নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদও জানিয়েছিলেন সুখবর, ‘আমরা দলের সবাই করোনা নেগেটিভ হয়েছি এবং আমাদের অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। হেরাথকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। দলের বাকি সবাই ভালো এবং সুস্থ আছে।’ 

তবে বিপত্তি ঘটে যখন নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই রুম কোয়ারেন্টিনের নির্দেশ এলো। তিন দিন পর বাংলাদেশ দলের টিম হোটেলে উঠার কথা আছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img