৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি!

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হার, পরেরটাতে দাপুটে জয়। দুই ম্যাচ শেষে সিরিজ এখন ১-১ এ সমতায়। তৃতীয় ম্যাচটি তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটে সিরিজ জেতার।

প্রথম ম্যাচে লড়াই করেও ৩ রান হার মানতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। তবে দ্বিতীয় ম্যাচেই তাওহীদ হৃদয়-লিটন কুমার দাশরা তুলে নিয়েছেন দারুণ জয়। তাতে করেই সিরিজ জেতার সম্ভাবনা জেগেছে বাংলাদেশের। তৃতীয় ম্যাচে লঙ্কানদের হারিয়ে সিরিজ নিজেদের করে নিতে চান টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেই সাথে শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে ভাল দল সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

বাংলাদেশ সিরিজ জেতার মতো অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন চন্ডিকা হাথুরুসিংহে

সিরিজ জেতার প্রসঙ্গে শুক্রবার প্রেস কনফারেন্সে হাথুরুসিংহে বলেন, “আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি”

গুঞ্জন উঠেছিল ইনজুরিতে পড়েছেন শরীফুল ইসলাম। তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে নাও দেখা যেতে পারে বলে শোনা গিয়েছিল। তবে টাইগার পেসার সুস্থ আছেন বলে জানিয়েছেন হাথুরুসিংহে।

তিনি বলেন, “শরিফুল ঠিক আছে তার কোনো ইনজুরি সমস্যা নেই। শরিফুল বিপিএলেও দারুণ ছিল। তবে বিপিএল উইকেট থেকে যেরকম সুবিধা সে পেয়েছে শিশিরের কারণে এখন সেই একই রকম সুইং সে পাচ্ছে। প্রথম ম্যাচের পরই সে এটা বুঝতে পেরেছে। এবং দারুণভাবে কামব্যাক করেছে। প্রথম ম্যাচেই আমাদের সেরা বোলার হিসেবেই খেলছে…তাসকিন আর মুস্তাফিজ তো আছেই”

আগামীকাল ৩টায় তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শান্ত-লিটনরা নিশ্চিত করে চাইবে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটা নিজেদের দেশে রেখে দিতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img