৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্টয়নিস, তিনে সাকিব

- Advertisement -

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন মার্কাস স্টয়নিস। অন্যদিকে এক নম্বর থেকে তিনে নেমে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। একধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার।

সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে বল হাতে ৪ উইকেট নিলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি হাসারাঙ্গা। যার প্রভাব পড়েছে আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে। ভারত সিরিজে খারাপ খেলার কারণে তিনে নেমে গেছেন লঙ্কান এ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের তিনে সাকিব আল হাসান

গত সপ্তাহে আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন স্টয়নিস। হাসারাঙ্গা ভারত সিরিজে বাজে পারফর্ম্যান্স করায় লাভ হয়েছে অজি অলরাউন্ডারের। দুই নম্বর থেকে শীর্ষে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২১১। দুইয়ে থাকা সিকান্দার রাজার পয়েন্ট ২০৮। ২০৬ রেটিং পয়েন্ট নিয়ে হাসারাঙ্গার সাথে যৌথভাবে শীর্ষে সাকিব।

এদিকে টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জো রুট। বর্তমানে তার পয়েন্ট ৮৭২। দুইয়ে নেমে যাওয়া কেইন উইলিয়ামসের রেটিং পয়েন্ট ৮৫৯।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। লঙ্কানদের বিপক্ষে সিরিজে আক্রমণাত্মক ব্যাটিং করা জয়স্বী জয়সোয়াল উঠে এসেছেন শীর্ষ পাঁচে। ৭৫৭ পয়েন্ট নিয়ে তালিকায় চারে ভারতীয় ওপেনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img