আসন্ন বিশ্বকাপ টি-টোয়েন্টির জন্য নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের দলে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের জায়গা হলেও, দলে নেই শোয়েব মালিক। মিডল অর্ডারের সমস্যা কাঁটিয়ে উঠতে মালিককে দলে চেয়েছিলেন অধিনায়ক বাবর আজম, কিন্তু ৪০ বছরে পা রাখতে যাওয়া মালিককে দলে রাখেনি ক্রিকেট বোর্ড; দলে নেই অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজও।
পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ বছর বয়সি আজম খানের; অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সাথে থাকছেন ফখর জামান। আসিফ আলি এবং খুশদিল শাহ ফিরেছেন দলে। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের দল।
— Pakistan Cricket (@TheRealPCB) September 6, 2021
বিশ্বকাপের সুপার-১২ তে গ্রুপ-২ এ অবস্থান করছে পাকিস্তান। সেখানে তাদের সাথে থাকা অন্য দলগুলো হলো ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং প্রথম রাউন্ড হতে উঠে আসা যেকোনো দুইটি দল। বিশ্বকাপের সূচি প্রকাশের পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চলছে তুমুল আলোচনা। বিশ্বকাপে ভারতের সাথে জিততে না পারলেও এবারে বেশ আশাবাদী পাকিস্তান দল। সংযুক্ত আরব আমিরাত যে পাকিস্তানের ঘরের মাঠই হয়ে গেছে গত কয়েক বছরে। ঘরের মাঠের সুযোগটা তাই ভালোমতো কাজে লাগাতে চায় মেন ইন গ্রীনরা।
Asif and Khushdil return for ICC Men's T20 World Cup 2021
More details ➡️ https://t.co/vStLml8yKw#PAKvNZ | #PAKvENG | #T20WorldCup pic.twitter.com/9samGbJgDJ
— PCB Media (@TheRealPCBMedia) September 6, 2021
বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। সোমবার বিশ্বকাপ দলের পাশাপাশি কিউইদের বিপক্ষে সিরিজের দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড-পাকিস্তান; ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডিতে, টি-টোয়েন্টি ম্যাচগুলো লাহোরে। ১৮ বছর পর আবারও পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপে পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।
অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।