১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

‘একটা মোমেন্টাম দরকার ছিল, পেয়েছি’

- Advertisement -

“আমরা করব জয় একদিন। বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় একদিন…” 

সত্যিই জিতে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার, জয়টাও প্রথম! নিউজিল্যান্ডের হ্যামিলটনে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে নতুন এক ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। উল্লাসটাও তাই বাঁধভাঙ্গা। ম্যাচ শেষে হোটেলে ফিরতে ফিরতে টিম বাসে এই গানটাই গেয়েছে বাংলার মেয়েরা। প্রথম দুই ম্যাচে ফলাফল পক্ষে না এলেও তৃতীয় ম্যাচেই এসেছে কাঙ্ক্ষিত জয়। ম্যাচজয়ী টাইগ্রেসরা তাই এখন দারুণ আত্মবিশ্বাসী। বাংলাদেশের এই জয়ে দারুণ গর্বিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, পরের ম্যাচগুলোতেও চান জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে।

“প্রথম ওয়ার্ল্ডকাপ ম্যাচ জয়ের আনন্দ আসলে অন্যরকম। আলহামদুলিল্লাহ্‌, এই জয়টা আমাদের অনেক প্রয়োজন ছিল। এই টুর্নামেন্টে আমাদের একটা মোমেন্টাম দরকার ছিল, যেটা আমরা আজকে পেয়েছি ইনশাআল্লাহ্‌”-বলছিলেন জ্যোতি 

পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ

প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিতে এসেই পেয়েছেন জয়ের দেখা। তাই নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলেই মনে করছেন বাংলাদেশের অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি জানান, “বিশেষ করে আমার জন্য এটা ওয়ার্ল্ডকাপের প্রথম ম্যাচ জেতা এবং আমি এই দলের নেতৃত্ব দিয়েছি। সুতরাং, আমি অনেক গর্ববোধ করছি। আশা করি, জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারব।”   

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img