৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

টেন্ডুলকারের ছেলে হয়েও কোনো সুবিধা পায়নি অর্জুন!

- Advertisement -

আসন্ন আইপিএলে শাহরুখ খান আর টেন্ডুলকার বিশেষভাবে আলোচিত। বিশ্ব ক্রিকেটে মাঠের পারফর্মেন্সে পরিচিত কেউ নন, তবে একজন নাম, অন্যজন বাবার পরিচয়ের কারণেই পরিচিত। অর্জুন টেন্ডুলকারকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, অনুমেয়ই ছিল। তবে মুম্বাইয়ের দাবি, শচীনের ছেলে বলে নয়, টেন্ডুলকার সুযোগ পেয়েছেন নিজের যোগ্যতায়।

বয়সভিত্তিক দলে বেশ পরিচিত মুখই অর্জুন, তবে আহামরি কিছু করতে পাননি। ২০১৮ সালে যুব দলের হয়ে ম্যাচ খেললেও বিশ্বকাপে সুযোগ পাননি। গেল মাসে ঘরোয়া ক্রিকেটে অভিষেক, দুই ম্যাচে নিয়েছেন দুই উইকেট। তবুও এত এত ক্রিকেটারের ভীড়ে অর্জুনকে দলে নেওয়ার কারণ কী? তার বাবা দলের মেন্টর বলেই না অন্যকিছু?

মুম্বাইয়ের কোচ জয়বর্ধনের দাবি, বাবার পরিচয় নয়, স্কিল দিয়েই দলে সুযোগ পেয়েছে অর্জুন।

ওকে আমরা স্কিলের ভিত্তিতেই নিয়েছিল, ওর বাবার তকমা ওর গায়ে লেগে থাকলেও ও একজন বোলার। ওর মতো বোলিং করতে পারলে শচীনও গর্ব করতো

জয়বর্ধনে যতোই সাফাই গাক, বাবার তকমা যে অর্জুনের দলে অন্তর্ভুক্তিতে কাজ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে দলটির ক্রিকেট অপারেন্সসের সদস্য জহির খান মনে করেন, মুম্বাই ক্রিকেটার গড়ার পাঠাশালা। উদাহরণ হিসেবে বুমরাহ, হার্দিকদের কথাও টেনেছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img