২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রুট, কোহলি নেই সেরা পাঁচে

- Advertisement -

সিরিজ জুড়ে অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন জো রুট। আইসিসির সদ্যপ্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক। সেরা পাঁচের মধ্যে নেই ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।

সেরা পাঁচে নেই কোহলি

চলমান ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে ছিলেন রুট। সিরিজ শুরুর পর টানা তিন টেস্টেই রুট তুলে নিয়েছেন সেঞ্চুরি। সব মিলিয়ে ৩ ম্যাচে ৫০৭ রান করেছেন অবিশ্বাস্য ১২৬.৭৫ গড়ে! এর মাধ্যমেই নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে দুইয়ে ঠেলে রুট উঠে এসেছেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের ১ নম্বরে। পেয়েছেন ক্যারিয়ার সেরা ৯১৭ রেটিং পয়েন্ট। ইংলিশ ক্রিকেট ইতিহাসে একমাত্র লেন হাটন, জ্যাক হবস, পিটার মে ও ডেনিস কম্পটনেরই ছিল তাঁর চেয়ে বেশি রেটিং পয়েন্ট। দীর্ঘ ৬ বছর পর র‌্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন রুট।

অপরদিকে সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনেছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ছিটকে গেছেন সেরা ৫ এর বাইরে। তাঁকে ৬ নম্বরে ঠেলে দিয়ে ৫ এ উঠে এসেছেন তাঁর সতীর্থ রোহিত শর্মা।  একমাত্র ওপেনার হিসেবে রোহিত আছেন টেস্ট ও ওয়ানডে দুই র‌্যাঙ্কিংয়েরই সেরা ৫ এ।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে অ্যান্ডারসন

ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রোরি বার্নস (৫ ধাপ এগিয়ে ২৪তম স্থানে) ও জনি বেয়ারস্টোর (২ ধাপ এগিয়ে ৭০তম স্থানে)। প্রথমবারের মত টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা ১০০ তে প্রবেশ করেছেন গত টেস্টে ৭০ রানের ইনিংস খেলা ডেভিড মালান। তিনি রয়েছেন ৮৮তম স্থানে।

ভারতীয় ব্যাটসম্যানদের বাকিদের মধ্যে চেতেশ্বর পুজারা ৩ ধাপ এগিয়ে ১৫তম স্থানে; রিশভ পান্থ যদিও পিছিয়েছেন চার ধাপ, তবে রয়েছেন পুজারার আগেই; ১২তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে রদবদল হয়েছে বোলারদেরও। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার স্বরূপ জেমস অ্যান্ডারসন একধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা ৫ এ। ওলি রবিনসন ৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৬তম স্থানে। ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ এগিয়েছেন ১ ধাপ এগিয়ে এখন ৯ম স্থানে।

ইংল্যান্ড-ভারত সিরিজের ৪র্থ টেস্ট ২ সেপ্টেম্বর ওভালে শুরু হবে। তিন ম্যাচ শেষে সিরিজে রয়েছে ১-১ সমতা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img