২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টেস্ট সিরিজের জন্য পাকিস্তান-ওয়েষ্ট ইন্ডিজের দল ঘোষনা

- Advertisement -

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েষ্ট ইন্ডিজে অবস্থান করছে পাকিস্তান। বৃহস্পতিবার প্রথম টেস্টে একে অপরের মুখোমুখি হবে দুদল। প্রথম টেস্টকে সামনে রেখে দুদলই তাদের স্কোয়াড ঘোষনা করেছে। স্বাগতিকদের স্কোয়াড ১৩ জনের আর পাকিস্তানের স্কোয়াড বেশ লম্বা, সংখ্যাটা ১৯।

টেস্ট ক্রিকেটকে আরো আবেদনময় করতে আইসিসি উদ্যোগ নিয়েছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করার। যেটার প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার মাঠে গড়িয়েছে এর দ্বিতীয় আসর, যেটার সময়কাল ২০২১-২০২৩ পর্যন্ত। ওয়েষ্ট ইন্ডিজ-পাকিস্তানের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ, একে অপরের মুখোমুখি হয়ে তারা তাদের দ্বিতীয় আসরের যাত্রা শুরু করবে।

দুই টেস্টের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। কিংস্টনের সাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত ৯টায় একে অপরের মুখোমুখি হবে দুদল। প্রথম টেস্টকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষনা করেছে ওয়েষ্ট ইন্ডিজ, অধিনায়ক হিসেবে আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। সোমবার ১৭ সদস্যের দল ঘোষনা করেছিল ক্যারিবিয়ানরা। সেই দল থেকে বাদ পড়েছেন রাখিম কর্নওয়াল, শামরাহ ব্রুকস, জাহমার হ্যামিল্টন এবং চেমার হোল্ডার।

এদিকে বেশ বড় বহর নিয়েই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এসেছে পাকিস্তান। তাদের সবাই থাকছেন স্কোয়াডে, এ কথা জানিয়েছেন অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি দলে থাকা হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজ পাকিস্তানে ফিরে যাচ্ছেন।

ওয়েষ্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), জেসন হোল্ডার, এনক্রুমা বোনার, রোস্টন চেজ, যশুয়া ডি সিলভা, শাই হোপ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, কিয়েরন পাওয়েল, কেমার রোচ, জ্যাদেন সিলস এবং জোমেল ওয়ারিকান।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, আবিদ আলী, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, সরফরাজ আহমেদ, নোমান আলী, নাসিম শাহ, ইয়াসির শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাজিদ খান, আবদুল্লাহ শফিক, ইমরান বাট, শাদ শাকিল, শাহনেওয়াজ দাহানি এবং জাহিদ মাহমুদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img