অলিম্পিকের চতুর্থ দিন শেষে ৯টি স্বর্ণ সহ মোট ২২টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে বসেছে যুক্তরাষ্ট্র। ৯টি করে স্বর্ণ রয়েছে চিন ও জাপানেরও। রোমান সানার ব্যক্তিগত ইভেন্ট থেকে বিদায়ের পর এদিন মেয়েদের টেনিস থেকে বিদায় নিয়েছেন স্বাগতিক নওমি ওসাকা। ইভেন্টের চতুর্থদিন ১২ বছর পর অলিম্পিকে সোনা জিতেছে এস্তোনিয়া।
তৃতীয়দিন শেষে ৭ স্বর্ণ নিয়ে দুইয়ে থাকা আমেরিকা এদিন স্বর্ণ জিতেছে মেয়েদের সার্ফিং ও সাঁতারে। তৃতীয়দিন স্বর্ণবিহীন দিন কাটিয়ে এদিন চিনও জিতেছে তিনটি সোনার পদক। দলগত মিশ্র এয়ার রাইফেলে এদিন সোনা জেতে চীনের দল।
We have our FIRST EVER women's #surfing Olympic champion! #USA #Gold
Congrats to @TeamUSA's Carissa Moore!#StrongerTogether | @tokyo2020 | @ISAsurfing pic.twitter.com/MyDZjZ6unE
— Olympics (@Olympics) July 27, 2021
পদক তালিকায় নয়টি স্বর্ণ নিয়ে উপরের দিকে থাকলেও এদিন জাপানের মানুষ হতাশ হয়েছেন স্বাগতিক টেনিস তারকা নাওমি ওসাকার জন্য। চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন। জাপানের মতো হতাশায় পুড়েছে বাংলাদেশও। জয় দিয়ে দিন শুরু করলেও নিজের দ্বিতীয় ম্যাচে কানাডার প্রতিযোগীর কাছে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের তিরন্দাজ রোমান সানা। ২০২৮ অলিম্পিকে স্বর্ণ জয়ের প্রত্যাশা নিয়ে অলিম্পিক মঞ্চ ছেড়েছেন সানা।
'I think it's maybe because I haven't played in an #Olympics before and for the first one to be here was a bit much': Japan's great hope for tennis gold Naomi Osaka said after she was beaten in the third round of the #Tokyo2020 Olympics tournament https://t.co/c8LJwo5bFp pic.twitter.com/bMC24bgHyE
— Reuters (@Reuters) July 27, 2021
এদিকে জাপান বাংলাদেশ হতাশায় ডুবলেও ঠিকই আনন্দে ভেসেছে এস্তোনিয়া। দুই হাজার আটের বেইজিং অলিম্পিকের ১২ বছর পর আবার অলিম্পিকে পদক জিতেছে ইউরোপের দেশটি। মেয়েদের ফেন্সিংয়ের এইপে ইভেন্টের দলগত ফাইনালে দক্ষিন কোরিয়াকে ৩৬-৩২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতে এস্তোনিয়া।
Team #EST takes #gold in women’s épée team #fencing#StrongerTogether | #Tokyo2020 | @FIE_fencing pic.twitter.com/vACq1lrgvV
— Olympics (@Olympics) July 27, 2021
এদিন ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক পদক জিতেছে তুর্কেমেনিস্থান এবং বারমুডা। বারমুডার অ্যাথলেট ফ্লোরা ডাফি ট্রায়াথেলনে স্বর্ণ জিতেছেন আর তুর্কেমেনিস্থানের ইতিহাসের প্রথম অলিম্পিক পদক এসেছে পলিনা গুরিয়েভার হাত ধরে। মেয়েদের ভারোত্তোলনে ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন পলিনা।