৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ডিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব

- Advertisement -

ডিপিএলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। ওপেনিংয়ে সাইফ হাসান এবং সৈকত আলীর দারুণ সূচনার পরও সিটি ক্লাবের বোলারদের ভালো বোলিংয়ে ২২৮ রানে থামে শেখ জামাল ক্লাবের ইনিংস।

তবে ম্যাচে বৃষ্টি বাঁধা দিলে ৩২ ওভারে সিটি ক্লাবের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রানের। তবে দুর্দান্ত লড়াই করার পরও শেখ জামাল বোলারদের অভিজ্ঞতার সামনে শেষমেশ পরাজয় বরণ করে নিতে হয়ে সিটি ক্লাবকে।

দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে মাশরাফি বিন মোর্ত্তজার লেজেন্ডস অব রুপগঞ্জ। ওপেনার তানজিদ তামিমের ১৪২ রানের ইনিংসের উপর ভিত্তি করে ২৯৯ রানের বিশাল সংগ্রহ পায় ব্রাদার্স। পরবর্তীতে চিরাগ জানির ৯৪ এবং পারভেজ হোসেন ও ইরফান শুক্কুরের অর্ধশতকের উপর ভিত্তি করে ৮ বল এবং ৩ উইকেটের জয় পায় লেজেন্ডস অব রুপগঞ্জ।

এছাড়া দিনের আরেক ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭৮ রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img