২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

ডোয়াইন ব্রাভোকে ভয় দেখাচ্ছে বিপিএলের “ব্যাটার সাকিব”?

- Advertisement -

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা যাদের বলা হয় তাদের একজন ডোয়াইন জন ব্রাভো। আইপিএল-বিগ ব্যাশসহ ২৬টি ভিন্ন দলে ৫৫৬ ম্যাচ খেলে, সবচেয়ে বেশি ৬১৪ উইকেটের মালিক ডিজে ব্রাভো, যদিও সর্ব্বোচ্চ রানের হিসেবে তার অবস্থান ৪৩তম, ৬৮৯৪ রান; স্ট্রাইক রেট ১২৬, গড় ২২।

চলতি বিপিএলেই রানের হিসেবে সাকিব আল হাসান ছাড়িয়ে যেতে পারেন ব্রাভোকে। ৩৮৯ ম্যাচ খেলা সাকিবের রান ৬৫৭৬, স্ট্রাইক রেট ১২৪ যা প্রায় ডোয়াইন ব্রাভোর সমান। গড়ও একইরকম। ব্রাভোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলা সাকিব পিছিয়ে আছেন ৩১৮ রানে। চলমান বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা সাকিব কি পারবেন ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে?

বিপিএলে ব্যাট হাতে নিজের সেরা ফর্মে সাকিব

সাকিবের দারুণ ফর্ম আশা দেখাচ্ছে। এখন পর্যন্ত বিপিএলে ৬ ম্যাচের ৫ ইনিংসে ২৭৫ রান করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক, তিন ফিফটি। ওই রান আবার সাকিব করেছেন ১৯৬ স্ট্রাইক রেটে! ব্যাটিং গড় ৯১.৬৭, ক্যারিয়ারে এর আগে সাকিবকে এমন ব্যাটিং আর কখনোই করতে দেখা যায়নি। এমন যার ফর্ম, তিনি গ্রুপ পর্বের বাকি থাকা ৬ ম্যাচ, ফাইনাল পর্যন্ত গেলে ৮ ম্যাচ পাবেন। কোয়ালিফাইয়ার আর এলিমিনেটরের হিসেবে একম্যাচ বাড়তেও পারে। সংখ্যার বিচারে সম্ভাব্য ওই ৮ বা ৯ ম্যাচে, ব্রাভোকে পেছনে ফেলতে বাকি থাকা ৩১৮ রান কি সাকিব করতে পারবেন না? কাজটা কঠিন তবে সাকিবের ফর্ম বিবেচনায় অসম্ভব মোটেই না।

শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উইকেটের হিসেবে ডিজে ব্রাভোর চাইতে সাকিব অবশ্য অনেক পিছিয়ে। সাকিবের উইকেট ৪৩৬, ব্রাভোর ৬১৪; অঙ্কের হিসেবে ১৭৮ উইকেট পেছনে টাইগারদের টি-২০ অধিনায়ক। আবার আন্তর্জাতিক টি-২০ ধরলে সাকিব দ্বিতীয় সর্ব্বোচ্চ উইকেটের মালিক। ১০৯ ম্যাচে ১২৮ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৬০০০ হাজার রান এবং ৪০০ উইকেট নেওয়া ক্রিকেটারই দুইজন, সাকিব আল হাসান এবং ডোয়াইন ব্রাভো ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img