ড্রয়ের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ইতোমধ্যে চতুর্থ দিনের খেলা শেষ হলেও চলছে টেস্টের তৃতীয় ইনিংসে খেলা, যেখানে ইংল্যান্ডের উইকেট পড়েছে একটি। ১ উইকেটে ২১৭ রান হলেও লিডও খুব বেশী নয়। চারদিনের খেলা শেষে ইংলিশরা নিয়েছে ১৫৩ রানের লিড৷ ম্যাচের আর বাকী একদিন৷ যেখানে জিততে বড় লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করতে এবং অলআউট করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে৷
আবার ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে আগামীকাল দিনের শুরুতেই অলআউট করতে হবে ইংল্যান্ডকে। যদিও চালকের আসনে বসা ইংল্যান্ডকে এতো দ্রুত অলআউটের কাজটা সহজ হবেনা। তবে কি ড্রয়ের দিকেই এগোচ্ছে এই টেস্ট?
এর আগে প্রথম ইনিংসে মাত্র ৪৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। সেই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন জনি বেয়ারস্টো। তার ১৪০ রানে ভর করে ইংল্যান্ড করে ৩১১ রান৷ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের শুরুটাও ছিলো অসাধারণ। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান৷ তবে ১২৭ রানে ৪ উইকেট হারায় তারা, সাময়িক বিপর্যয় সামাল দেন নিক্রুমা বোনার (১২৩) এবং হোল্ডার (৪৫)। ক্যারিবিয়ানরা অলআউট হয় ৩৭৫ রান।
৬৪ রান পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড দলীয় ২৪ রানে হারায় অ্যালেক্স লিসকে। এরপর আর উইকেট পড়তে দেননি আরেক ওপেনার জ্যাক ক্রাউলি এবং অধিনায়ক জো রুট৷ সেঞ্চুরি তুলে নিয়ে ক্রাউলি অপরাজিত আছেন ১১৭ রানে, সেঞ্চুরি দ্বারপ্রান্তে আছেন ৮৪* রান করা রুট৷ চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২১৭/১৷