২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ঢাকা যেন বিসিবির ‘গলার কাঁটা’!  

- Advertisement -

বিপিএলে ঢাকা দলের মালিকানা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এখনও মেলেনি কোনো সমাধান। প্লেয়ার ড্রাফটের ৩দিন পেরিয়ে গেলেও এখনো মালিকানা কিংবা স্পসর পাওয়া নিয়ে রয়েছে সংশয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আবারো গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার মালিকানা বিসিবি নেয়নি, বরং ঢাকা দলের জন্য উপযুক্ত কোনো ফ্র্যাঞ্চাইজি বা স্পসরের খোঁজে আছেন তাঁরা।

“আমি আবারো বলছি, ঢাকা বিসিবির কোনো দল নয়। দলটি এখনও কোনো মালিকানা কিংবা স্পসর পায়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি বা স্পসর থেকে প্রস্তাব পেলে আমরা একটা সমাধানে আসতে পারবো”- বলছিলেন নিজামউদ্দিন

বিপিএল ড্রাফটের আগের দিন হঠাৎই জানা যায়, নির্ধারিত সময়ে ‘গ্যারান্টি মানি’ না দিতে পারায় রুপা অ্যান্ড মার্ন গ্রুপকে দলের মালিকানা থেকে বাদ হয়েছে। পরের দিন, ঢাকা দলের পক্ষে ড্রাফটে বিসিবির তরফ থেকে শাহারিয়ার নাফিজ এবং হাবিবুল বাশার অংশ নেন। দলে বড় বড় তারকা ক্রিকেটার ভেড়ালেও দলের মালিকানা নিয়ে জটিলতা এখনও ভোগাচ্ছে ঢাকা দল এবং বিসিবিকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img