২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘তরুণরা বিশ্বকাপে আমার চেয়ে ভাল করতে পারবে’- তামিম

- Advertisement -

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তামিম ইকবাল নিজেই জানালেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকছেননা তিনি। সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলেননি, তাই অন্য কারোর জায়গায় নিজেকে দেখতে চাননা দেশসেরা এই ওপেনার। বিশ্বকাপে না খেললেও টি-টোয়েন্টি ক্রিকেটে  খেলে যাবেন তামিম।

গত কিছুদিন ধরেই তামিমের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে অনেক কথা হচ্ছিল। পক্ষে বিপক্ষে কথা বলেছেন অনেকে। তামিমকে নিয়ে রোববার প্রশ্ন করা হয়েছে আকরাম খানকেও। তিনি জানিয়েছিলেন ফিট থাকলে অবশ্যই বিশ্বকাপ দলে থাকবেন তামিম। কিন্তু তামিম জানালেন, বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে পারবেন তিনি, কিন্তু খেলতে চাননা টি-টোয়েন্টি বিশ্বকাপে।

“আমার কাছে মনে হয় খেলার মধ্যে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। ইনজুরি কোনো সমস্যা নয়, আমার ধারণা আমি বিশ্বকাপের আগেই সেড়ে উঠব। বিশ্বকাপ না খেলার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা তা হলো সর্বশেষ কিছু টি-টোয়েন্টি ম্যাচে আমার না থাকা”- বলছিলেন তামিম

তামিমের অবর্তমানে এই সময়ের মধ্যে টাইগারদের হয়ে ওপেনিং করতে দেখা গেছে সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মাহেদি হাসানকে। তরুণদেরকেই সুযোগ করে দিতে চান তামিম।

“আমি হয়তো বিশ্বকাপের স্কোয়াডে থাকতাম। আমি জানিনা, তবে আমার মনে হয় আমি থাকতাম। আমার মনে হয়, এতদিন ধরে যারা খেলে আসছে,  তাদের জায়গায় আমি খেললে সেটা তাদের প্রতি অন্যায় হতো” – তরুণদের নিয়ে বলছিলেন তামিম

বিশ্বকাপ না খেললেও টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেননা তিনি। জানিয়েছেন, দেশে বিদেশে খেলা থাকলে নিশ্চয়ই খেলতে চান দলের হয়ে। শুধু বিশ্বকাপের দলেই থাকতে চাননা তিনি।

“আমি অবসর নিচ্ছি না। আমি শুধু বিশ্বকাপটাই খেলছি না। আমার মনে হয় তরুণদের সুযোগ করে দেয়া উচিত। ওরা গত ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে, আমার মনে হয় ওরা বিশ্বকাপে আমার চেয়ে ভাল করতে পারবে”

বিশ্বকাপ দলের সবার প্রতি শুভকামনা জানিয়েছেন তামিম। সেইসাথে সকল গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেছেন তার সাথে যেন যোগাযোগের চেষ্টা না করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img