১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

তাওহীদের সেঞ্চুরি, হৃদয় ভাঙল ঢাকার

- Advertisement -

৫৭ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস। তাওহীদ হৃদয় সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৫৩ বলে। ম্যাচ শেষ করেই মাঠ ছাড়লেন। হৃদয়ের ব্যাটে হৃদয় ভাঙল ঢাকার। রাজধানীর দলটার আরো একটা হার। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ১ বল আর ৪ উইকেট হাতে রেখে। ৭ ম্যাচে ৫ জয়ে তারা এখন টেবিলের ৫ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিল টপার রংপুর রাইডার্স।

মিরপুরে রাতের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। ওপেনিংয়ে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন চতুরঙ্গা ডি সিলভা ও নাঈম শেখ। তবে ইনিংস বড় করতে পারেননি চতুরঙ্গা। তার আগে ১৩ বলে ৩ বাউন্ডারিতে করেছেন ১৪ রান।

আরেক ওপেনার নাঈম খেলেছেন দুর্দান্ত। কুমিল্লার বোলারদের উপর শুরু থেকেই চড়াও হয়ে খেলেছেন নাঈম। তিনে নেমে সাইফ হাসান খেলেছেন  ৪২ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৭ রানের ইনিংস। শেষের দিকে অ্যালেক্স রস খেলেছেন ১১ বলে অপরাজিত ২১ রানের ক্যামিও। মেহেরব হোসেন অহিনের ব্যাট থেকে এসেছে ৮ বলে অপরাজিত ১১ রান।

কুমিল্লার হয়ে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ম্যাথু ফোর্ড। ১টি উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। সেখান থেকেই দলকে টেনে তোলেন তাওহীদ। দলটার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের ব্রুক গেস্ট। বাকি কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।

ঢাকার হয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img