অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের পরবর্তী আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন জাতীয় দলের নিয়মিত সাত খেলোয়াড়সহ মোট ১০ বাংলাদেশি। একমাত্র নারী খেলোয়াড় হিসেবে নাম জমা দিয়েছেন জাহানারা আলম।
বুধবার ড্রাফটের জন্য মনোনীত ৪৩২ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিবিএল। পুরুষ ক্যাটাগরিতে পুরো আসর খেলার জন্য নাম জমা দিয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। পেসার হাসান মাহমুদ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ছাড়াও এই তালিকায় আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামিম হোসেন পাটোয়ারি। বাকিদের মধ্যে আছেন ব্যাটার রনি তালুকদার এবং স্পিনার তাইজুল ইসলাম। রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম সাকিব অ্যাভেইলেবল থাকবেন ৬ থেকে ৯টি ম্যাচ ও ফাইনালের জন্য।
নারী বিগ ব্যাশের জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন জাহানারা। দলে পেলে পুরো আসর খেলার জন্যই আগ্রহী তিনিও। নারীদের ইভেন্টে আছেন ভারতের ১৯ ক্রিকেটার।
সব মিলে ৩০টি দেশের ক্রিকেটার আছেন ড্রাফটের জন্য নির্বাচিত তালিকায়। আগামী ১ সেপ্টেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে এবারের মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ১৫ ডিসেম্বর শুরু হবে মেন্স বিগ ব্যাশের ১৪তম সংস্করণ।