৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

খেলোয়াড়রা দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেয়: কপিল দেব

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি-বাহিনীর অনাহুত বিদায়ে এই মুহুর্তে রাগে ফুঁসছে গোটা ভারত। টুর্নামেন্টের টপ ফেভারিট দল থেকে দুই ম্যাচ পরই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাওয়া ভারতের এখনো নামিবিয়ার বিপক্ষে বাকি আছে একটি ম্যাচ, এবং সম্ভবত সবচেয়ে সহজ ম্যাচটিই। তবে রবিবার আফগানিস্তানের হারে নিশ্চিত হয়ে গেছে ভারতের বিদায়। তাইতো শেষ ম্যাচের আগে মনমরা শিবির বাতিল করেছে তাদের অনুশীলন সেশন। যেন খেলারই আর ইচ্ছে নেই ভারতের।

কপিল দেবের মতে অবশ্য, ভারতের বর্তমান ক্রিকেটারদের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে নাকি কোনদিনই খুব একটা ছিলনা! নীল জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে তারা নাকি আইপিএল খেলে টাকা কামাতে বেশি আগ্রহী।

ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজের কাছে নিজের মনের সব হতাশা প্রকাশ করেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী নায়ক।

“খেলোয়াড়রা যদি দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলে খেলার প্রতি বেশি গুরুত্ব দেয় তো আমরা কি বলতে পারি? আমি মনে করি সকল খেলোয়াড়কে দেশের হয়ে খেলার গর্বটা অনুভব করতে হবে। যেকোন ফ্র্যাঞ্চাইজি বা দলের আগে হচ্ছে জাতীয় দল”

ফেভারিট ভারত গ্রুপ পর্ব থেকেই বাদ

আইপিএলের পরপরই বিশ্বকাপ। কোভিড-১৯ প্রোটোকলে বায়োবাবলে টানা সময় কাটানোর ফলে খেলোয়াড়দের মানসিকভাবে ক্লান্ত হয়ে যাওয়াকেও বিশ্বকাপে ভরাডুবির পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন কপিল।

“আমি বলছিনা যে খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে না খেলুক। কিন্তু বিসিসিআইয়ের এটি দায়িত্ব যাতে তারা ক্রিকেটের শিডিউল এমনভাবে ঠিক করুক যাতে ভবিষ্যতে এ ধরণের সমস্যা না হয়। এই ব্যর্থতা থেকে আমরা এই শিক্ষাই পাই যে এবার যে ভুলগুলো হয়েছে তা যাতে আর না হয়”

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img