হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না তানজিম সাকিব। তার জায়গায় লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। রবিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই খেলেছিলেন তানজিম সাকিব। প্রথম ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। সেদিনই হ্যামস্ট্রিংয়ে চোট পান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ পেসার। দ্বিতীয় ওয়ানডেতে খুব একটা ভাল করতে পারেননি তিনি। ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিয়েছিলেন মাত্র ১ উইকেট।
সবশেষ বিপিএলে দারুণ খেলার পরেও জাতীয় দলে জায়গা পাননি হাসান। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে লাল সবুজের জার্সিতে খেলেছেন টাইগার পেসার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের হয়ে বর্তমানে খেলছেন তিনি। লিগে প্রথম ম্যাচেই ১০ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচেও খুব একটা খারাপ খেলেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল করার পুরস্কার হিসেবে আবারও জাতীয় দলে ডাক পেলেন তিনি।
টানা ব্যর্থতার কারণে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছিলেন লিটন কুমার দাশ। তার পরিবর্তে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। সোমবার জাতীয় দলের সাথে অনুশীলনও করেছেন তিনি।