২২ জানুয়ারি ২০২৫, বুধবার

তৃতীয় টি-টোয়েন্টির একাদশে তিন বদল, টি-টোয়েন্টি হয়ে গেল টি-টেন

- Advertisement -

৪৪২ ম্যাচ পর পঞ্চপান্ডববিহীন মাঠে বাংলাদেশ দল। বদলেছে অধিনায়কত্ব, একাদশে তিন বদল। ইনিজুরি এবং ফিটনেস সমস্যায় দলে নেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, বাংলাদেশের সপ্তম অধিনায়ক হিসেবে টস করলেন লিটন দাস, জিতে নিলেন ফিল্ডিয়ের সিদ্ধান্ত। একাদশে তিন বদল; ফিরেছেন নাজমুল শান্ত, মোসাদ্দেক সৈকত, রুবেল হোসেন, বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন।

অতীত পরিসংখ্যানের মতো এই সিরিজেও বাংলাদেশ বের হতে পারেনি পরাজয়ের বৃত্ত থেকে। বিভিন্ন সময়ে সফরে নিউজিল্যান্ডের কাছে টানা ৩২ ম্যাচে হেরেছে বাংলাদেশ। সীমিত ওভারের সিরিজের প্রথম পাঁচ ম্যাচে কোনো জয় নেই, শেষ ম্যাচে এসে আরাধ্য জয়ের দেখা পাবে কিনা বাংলাদেশ, সেই প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা থাক।

অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচ শুরুর সময় বিলম্বিত হয়েছে বৃষ্টিতে। ছোট মাঠ, ম্যাচ কমে নেমেছে ১০ ওভারে। নিউজিল্যান্ডের একাদশে পরিবর্তন দুটি। ইশ সোদির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন টড অ্যাস্টল,  বেনেটের জায়গায় একাদশে লকি ফার্গুসন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img