২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘দলের জয়ে অবদান রাখতে পারাটাই গুরুত্বপূর্ণ’- সোহান

- Advertisement -

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল, তার আগে শুক্রবার সকালে প্রথমবারের মতো প্র্যাকটিস করেছে টাইগাররা। সাকিব আল হাসান একদিন পর হোটেলে ওঠায় প্রথমদিনের অনুশীলনে ছিলেননা। টাইগারদের প্রথম দিনের অনুশীলনে দলের সাথে ছিলেন স্কোয়াডের বাইরের দুই পেসার কামরুল ইসলাম রাব্বি এবং শহিদুল ইসলাম। প্র্যাকটিস শেষে দলের ব্যাটিং, বোলিং, দলের ভাবনা নিয়ে কথা বলেছেন টাইগার উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

দল নিয়ে কথা বলেছেন সোহান

নিউজিল্যান্ড দলের সাথে আসেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা কেউই; ফিন অ্যালেনের করোনা পজিটিভের কারণে দলে ডাকা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকা ম্যাট হেনরিকে। অনেকের কাছেই কিউইদের এই দলটা সাদামাটা মনে হলেও, সোহান শোনালেন প্রতিদ্বন্দিতাপূর্ণ এক টুর্নামেন্টের গল্পই।

“অবশ্যই নিউজিল্যান্ড ভালো টিম। আমার কাছে মনে হয় কম্পিটিটিভ একটা সিরিজ হবে। টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে আমাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। আমার যেহেতু ওডিআই ও টেস্টে অভিষেক নিউজিল্যান্ডের সাথে হয়েছে, অবশ্যই আশা করব সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার”- বলছিলেন সোহান

বোলিং নিয়েও কথা বলেছেন টাইগার উইকেটরক্ষক। যেভাবে বোলিং ইউনিট লড়ে যাচ্ছে, এতে ভালো কিছুই আশা করছেন সোহান।

“বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করেছি। মোস্তাফিজ তো অসাধারণ ছিল।  আমার কাছে মনে হয়, সাকিব ভাই, শরিফুল, মাহেদি সবাই খুবই ভালো সাপোর্ট দিয়েছে দলকে। সত্যি কথা বলতে আমরা সবাই টিম হিসেবে খেলতে পেরেছি এটা অনেক ইম্পরট্যান্ট এবং এটা যদি কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু করব”-বলছিলেন সোহান

স্পিনারদের নিয়ে সময় কাঁটিয়েছেন হেরাথ

নিজের সম্পর্কে বলতে গিয়ে সোহান জানালেন দলের জয়ে অবদান রাখতে পারাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

“আমার কাছে মনে হয় ৫০/১০০ রান করার পরেও যদি দল হারে, এরচেয়ে অনেক ভালো দলের জন্য ৫ রান, ১০ রান অথবা যতোটুকুই হোক সেটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে পারা। আমার কাছে সবসময়ই একটা জিনিসিই ম্যাটার করে; যেখানেই সুযোগ পাই না কেনো দলের জয়ে যেন অবদান রাখতে পারি”

ব্যাটসম্যানদের সাথে কথা বলেছেন রাসেল ডোমিঙ্গো
ব্যাটসম্যানদের সাথে কথা বলেছেন রাসেল ডোমিঙ্গো

বায়োবাবলে খেলাটা অনেক কঠিন, কিন্তু ক্রিকেট খেলতে হলে এটার সাথেও মানায় নিতে হবে বলে মনে করেন সোহান।

“সত্যি কথা বলতে বায়োবাবলে থাকা কঠিন। কিন্তু আমার কাছে মনে হয় যে, এরকম পরিস্থিতিতে আমাদের এটার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করা উচিত। এবং আমার কাছে মনে হয় সবাই এটা করছে। লাস্ট আমরা হয়ত দুটো সিরিজ বায়োবাবলে ছিলাম তারপর একটা রিফ্রেশ হয়ে সবাই আবার আত্মবিশ্বাস নিয়েই প্র্যাকটিসে এসেছে। আমার কাছে মনে হয় যে এরকম পরিস্থিতিতে আমরা ক্রিকেট খেলতে পারছি এটা বড় কথা। আমার মনে হয় সবাই কোপআপ করে নিয়েছে, ভবিষ্যতে আরো ভালো হবে”

পেসারদের নিয়ে কাজ করেছেন গিবসন

নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশ দল যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে। সেখানে যাওয়ার আগে ফুরফুরে মেজাজ নিয়েই যেতে চায় টাইগাররা; জিততে চায় কিউইদের সাথে সিরিজ। আর, এই জয়টা তখনই আসবে যখন দল হয়ে খেলতে পারবে টিম টাইগার, এমনটাই মনে করেন সোহান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img