৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

দাদির মৃত্যু শোক কাটাতেই আইপিএলকে ব্রুকের ‘না’

- Advertisement -

বুধবারই খবর আসে এবারের আইপিএলে খেলছেন না হ্যারি ব্রুক। প্রথমে আসল কারণ জানানো না হলেও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ব্রুক নিজেই ব্যাখ্যা দিয়েছেন কেন খেলছেন না আইপিএলে। গেল ফেব্রুয়ারিতেই হ্যারি ব্রুকের দাদি পলিন মারা যান। তাঁর পরিবার এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। সে কারণেই দিল্লি ক্যাপিটালসের এই ইংলিশ ক্রিকেটারকে এবারের আসরে দেখা যাবে না।

“আমি নিশ্চিত করে বলছি যে এবারের আইপিএলে না খেলার খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম। গত মাসে দাদিকে হারিয়েছি—তিনি ছিলেন আমার কাছে পাহাড়প্রতিম মানুষ এবং শৈশবের একটা বড় অংশ তাঁর বাসায় কাটিয়েছি। জীবন নিয়ে আমার দৃষ্টিভঙ্গি এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা- তিনি এবং আমার প্রয়াত দাদা গড়ে দিয়েছেন”- এক্সে জানিয়েছেন ব্রুক 

এর আগে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ টেস্টের সিরিজেও খেলেননি ব্রুক। এ ব্যাপারে তিনি জানান, “আবুধাবি ক্যাম্প করে ভারতে উড়াল দেওয়ার আগের রাতে আমি সফরটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, প্রথমবারের মতো জেনেছিলাম আমার দাদি অসুস্থ এবং বেশি সময় নেই তাঁর হাতে। এখন তিনি চলে গেছেন এবং আমরাও শোকটা কাটিয়ে উঠতে পারিনি, তাই সবার পাশে থাকা প্রয়োজন। সত্যি বলতে, আমার কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমার এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হলেও এটা জানি নিজের কাছে সিদ্ধান্তটি ঠিক।” 

এছাড়াও নিজের কঠিন সময়ে পাশে থাকার জন্য ইসিবি এবং দিল্লি ক্যাপিটালসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইংলিশ এই ক্রিকেটার। ২৫ বছর বয়সী ব্রুককে ৩ লাখ ৮০ হাজার পাউন্ডে (৪ কোটি রুপি) গেল ডিসেম্বরেই দলে ভিড়িয়েছিল দিল্লি। গত বছরই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক হয় হ্যারি ব্রুকের। সে আসরে ১১ ম্যাচে ১২৩.৩৭ স্ট্রাইকরেটে ১৯০ রান করেছিলেন ব্রুক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img