গেল পাঁচ ম্যাচে জয়ের দেখা নেই, শিরোপা ধরে রাখার অভিযানে খুব ছন্দে ছিল না লিভারপুল। তবে শুক্রবার রাতে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে জয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।
গতমাসে ঘরের মাঠেও টটেনহ্যামের সাথে জয় পেয়েছিল লিভারপুল। এবার প্রতিপক্ষের মাঠে অ্যানফিল্ডের দলটার জয় ৩-১ গোলে। লিভারপুলের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন রবের্তো ফিরমিনো, সাদিও মানে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। টটেনহ্যামের একমাত্র স্কোরার পিয়ের-এমিল হয়বিয়ার্গ।
প্রিমিয়ার লিগে ৩৭ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল, এক ম্যাচ ও চার পয়েন্ট কম নিয়ে টটেনহ্যাম। ইয়ুর্গেন ক্লপের দলের চেয়ে চার পয়েন্ট বেশী নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।