৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

দিনের শুরুতেই উইন্ডিজের ৩ উইকেটের পতন

- Advertisement -

দিনের প্রথম বলেই উইন্ডিজের দূর্গে আঘাত হানে বাংলাদেশ। তাতে থেমে না গিয়ে  রানের চাকা সচল রাখেন সফরকারীরা। পরে আবারো বাংলাদেশের আঘাত। দুই উইকেট হারালেও প্রথম ঘণ্টায় ক্যারিবিয়ানরা ১৬ ওভারেই তুলেছে ৬৩ রান। সব মিলিয়ে তৃতীয় দিনের শুরুতে চট্টগ্রাম টেস্টের লড়াইটা  জমে উঠেছে বেশ ।

২ উইকেটে ৭৫ রান রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন গড়া ব্র্যাথওয়েট ও এনক্রুমা বনারের ৫১ রানের জুটি নতুন দিনে এগোতে পারেনি । তাইজুল ইসলামের করা দিনের প্রথম বলেই বনার ক্যাচ দেন ম্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে।

এরপর অভিষিক্ত মেয়ার্স খেলতে থাকেন দারুন সব শট। রানের চাকাও  দ্রুত ঘুরতে থাকে। ৪৯ রানে দিন শুরু করা অধিনায়ক ব্র্যাথওয়েটও এগোতে থাকেন স্বচ্ছন্দে। দারুণ টার্নিং এক বলে এই জুটিকে ৫৫ রানে থামান নাঈম।

মেহেদি মিরাজের ঘূর্ণিতে কাটা পড়েন মেয়ার্সও। দিনের শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img