বাংলাদেশের বিপক্ষে প্রথম তিন ম্যাচ হেরেই সিরিজ খুঁইয়েছে অস্ট্রেলিয়া, সিরিজের চতুর্থ ম্যাচের আগে অজিদের সামনে চোখ রাঙ্গাচ্ছে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার ভয়। হোয়াইট ওয়াশ হওয়া এড়াতে মাঠে কি করতে হবে তার কোনো উত্তরই যেনো নেই অস্ট্রেলিয়ার কাছে।
শুক্রবার বাংলাদেশের কাছে সিরিজ হেরে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা পাঁচটি সিরিজ হারার লজ্জায় ডুবেছে অস্ট্রেলিয়া। সিরিজ হারের সাথে সাথে তারা গড়েছে আরও কিছু লজ্জার রেকর্ড। শুক্রবার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড তাড়া করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। মাত্র চার উইকেট হারিয়ে দেড়শোর কম রান তাড়া করতে ব্যর্থ হওয়া প্রথম টিমও হয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা আট ম্যাচ টার্গেটে ব্যাট করে ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া, তাদের সামনে রয়েছে কেবল শ্রীলংকা এবং জিম্বাবুয়ে।
এতোসব লজ্জার রেকর্ড মাথায় নিয়ে মুখ লুকানোরও সময় পাচ্ছেনা অজিরা। শুক্রবারে তৃতীয় ম্যাচের পর শনিবারে সিরিজের চতুর্থ ম্যাচেই মাঠে নামছে দুই দল। আগের ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামার পর এদিনও অজিদের একাদশে আসতে পারে পরিবর্তন। টানা তিন ম্যাচ খেলার পর বিশ্রাম পেতে পারেন অজি পেসার জশ হ্যাজেলউড, তার জায়গায় টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে আরেক পেসার ওয়েস অ্যাগারের। এদিন মাঠে নামার সুযোগ পেতে পারেন স্কোয়াডের বাকি দুই লেগ স্পিনার মিচেল সোয়েপসন এবং জেসন সাঙ্ঘার যেকোনো একজন।