৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

দুঃস্বপ্নের মৌসুম শেষে নিষেধাজ্ঞার কবলে হার্দিক

- Advertisement -

বাজে সময় যেন পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। গতকাল (শুক্রবার) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে হারে শেষ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের মৌসুম। পুরো মৌসুমজুড়ে দর্শকদের দুয়ো শুনেছেন দলটির অধিনায়ক হার্দিক। দলকে প্লে-অফে তো তুলতে পারেননি, সেই সাথে স্লো ওভাররেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

যেহেতু এই মৌসুম শেষ হয়ে গেছে তাই আগামী মৌসুমের প্রথম ম্যাচ মিস করবেন হার্দিক। মুম্বাইয়ের হয়ে সামনের মৌসুমের প্রথম ম্যাচ দর্শকের ভূমিকায় থাকবেন তিনি। হার্দিক যদি দল পাল্টান, তাহলে সেই দলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি।

লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচটি সহ মোট তিনবার ওভাররেট মানতে পারেননি মুম্বাই অধিনায়ক। যার কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ লাখ রুপিও জরিমানা করা হয়েছে হার্দিককে। ইমপ্যাক্ট ক্রিকেটারসহ দলের বাকি ক্রিকেটারদের গুনতে হবে ১২ লাখ রুপি করে জরিমানা।

এবারের মৌসুমটা ভুলে যাওয়ার মতো কাটিয়েছে মুম্বাই। পুরো টুর্নামেন্টে মাত্র চারটি ম্যাচ জিততে পেরেছে রোহিত শর্মা-সূর্যকুমার যাদবরা। দলের মতো ভাল করতে পারেননি অধিনায়ক হার্দিকও। ১৪ ম্যাচে ১৮ গড়ে করেছেন ২১৬ রান। অন্যদিকে বল হাতে ১০.৭৫ ইকোনোমিতে ১১ উইকেট নিয়েছেন হার্দিক। অধিনায়ক হিসেবে ভাল করতে না পারায় ট্রলের শিকারও হয়েছেন তিনি। প্রায় ম্যাচেই তাকে দুয়ো দিয়েছেন অনেক সমর্থক।

যেটি মানতে পারেননি মুম্বাইয়ের কোচ মার্ক বাউচার। হার্দিকের জন্য খারাপ লেগেছে জানিয়ে তিনি বলেন, “দুয়ো ধনি শোনা দারুণ কিছু নয়। হার্দিকের জন্য খারাপ লাগছে। এমন কিছুর মধ্যে দিয়ে যাওয়া ভালো কিছু নয়। অনেক বিষয় আছে, যা আমাদের ঠিক করতে হবে এবং আমরা সেটা ঠিক করব”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img