মৃত্যুতো আর সময়ের হিসেব মানে না। জীবন নিয়ে কতো স্বপ্নইতো থাকে মানুষের। ইতালির তরুণ ফুটবলার দানিয়েল গুয়েরিনি জীবনের সমাপ্তি হলো সড়ক দুর্ঘটনায়, ১৯ বছর বয়সে। ইতালির হয়ে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলা ফুটবলারকে রোববার রাতে কাটতে হয়েছে না ফেরার দেশের টিকিট।
দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে রয়টার্স। ফিওরেন্তিনা, তোরিনো ও স্পালের হয়ে খেলার পর ক্যারিয়ারের শুরুর ক্লাব লাৎসিওতে ফেরেন এই ফুটবলার। লাৎসিওর যুব দলের হয়ে খেলার অভিজ্ঞতা ছিল গুয়েরিনির। সদ্য প্রয়াত এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে লাৎসিও ও ফিওরেন্তিনা।
La Fiorentina si unisce al cordoglio della Lazio per l'improvvisa e dolorosa scomparsa di Daniel Guerini che aveva giocato nelle giovanili viola nel 18/19 e 19/20. Il presidente Commisso e la società viola si stringono alla famiglia Guerini in questo momento di immenso dolore pic.twitter.com/HNx0G5EFGR
— ACF Fiorentina (@acffiorentina) March 24, 2021
গুয়েরিনির মৃত্যুতে টুইটে লাৎসিও লিখেছে, ‘এখনও বিস্ময় কাটছেই না, পুরো লাৎসিও ক্লাব গুয়েরিনির পরিবারের পাশে আছে’।