চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইচ মোল্লাহ যখন ক্রিজে এলেন, ৬ রানেই ২ উইকেট হারিয়ে বাংলাদেশ দল তখন ব্যাকফুটে। প্রতিটা বলেই যখন উইকেটের সুযোগ তৈরী হচ্ছিল তখন দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন মফিজুল ইসলামকে সাথে নিয়ে। দুজনে মিলে গড়েছেন ৬১ রানের জুঁটি; খেলেছেন ১৪৪টি বল। সিরিজের প্রথম ব্যাটসম্যান হিসেবে তুলে নিয়েছিলেন অর্ধশতক; তুলে নিলেন শতকটাও।
প্রথম দুই ম্যাচে ২২ রান এবং ১৬* রান করলেও ইনিংসটাকে বড় করতে পারছিলেননা আইচ। তৃতীয় ওয়ানডেতে এসে পেলেন বড় রানের দেখা। শতক করার পথে শুধু মফিজুলকে নিয়েই নয়, অধিনায়ক মেহরাব হোসেনকে নিয়েও গড়েছেন ৫২ রানের জুঁটি।
৪ মাস পরেই যুবাদের বিশ্বকাপ মিশন শুরু হবে, তার আগে টাইগারদের এমন পারফরম্যান্সে স্বপ্ন দেখতেই পারে ক্রীড়াপ্রেমিরা। স্বপ্ন দেখতে পারে আইচ মোল্লাহও, এমন হার না মানা ইনিংস যে অনেক সময় খেলতে দেখা যায় না আন্তর্জাতিক পর্যায়ের ব্যাটসম্যানদেরও। অনূর্ধ্ব-১৯ দলে অসংখ্য খেলোয়াড় আসবে যাবে, কিন্তু আইচের এই ইনিংস উদাহরণ হয়ে থেকে যাবে নিশ্চিতভাবেই।