৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

দুর্দান্ত সাকিব-মাহেদী, আবারও চট্টগ্রামের বিপক্ষে রংপুরের বড় সংগ্রহ

- Advertisement -

সাকিব আল হাসান যখন ক্রিজে আসলেন, তখন ৩৪ রানে দুই উইকেট নেই রংপুর রাইডার্সের। নিজেদের মাঠে পিচের সুবিধা আদায় করে যেন উড়ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলাররা। এমন সময় সাকিব শুরুতে ইনিংস মেরামতের দিকে নজর দিলেন, এরপর খেললেন নিজের সহজাত খেলা। সেই সাথে তুলে নিলেন চলমান বিপিএলে নিজের টানা দ্বিতীয় ফিফটি। তাতেই চট্টগ্রামের বিপক্ষে ১৮৭ রান সংগ্রহ করেছে রংপুর।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি নুরুল হাসান সোহান। রংপুর কাপ্তানের লক্ষ্যটা পরিষ্কার, যতটা সম্ভব চট্টগ্রামকে বড় টার্গেট দেওয়া। টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখায় দুইশোর উপরে রান করেছিল রংপুর। সেদিনও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সাকিব, এদিনও দলের হাল ধরলেন তিনি।

রংপুরের টপ অর্ডারের ব্যাটাররা যেখানে চট্টগ্রামের বোলারদের সামনে টিকতেই পারেননি। সেখানে সাকিব খেলেছেন ৩৯ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬২ রান, স্ট্রাইকরেট প্রায় ১৫৯। সাকিবকে দারুণ সঙ্গ দিয়েছেন শেখ মাহেদী হাসান। রংপুরের সবশেষ ম্যাচেও দুজনে গড়েছিলেন বড় জুটি।

মাহেদী এদিন ২০০ স্ট্রাইকরেটে করেছেন ১৭ বলে ৩৪ রান। ডানহাতি এ ব্যাটারের ইনিংসে ছিল ৪টি ছয়ের মার। শেষের দিকে ৯ বলে ১৭ রানের ক্যামিও খেলেছেন শামীম হোসেন পাটোয়ারী।

চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল ও শহিদুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img