ইয়াসির আলী রাব্বির ক্যারিয়ারের প্রথম অর্ধশতক আর নুরুল হাসান সোহানের একচল্লিশ রানে ভর করে প্রথম ইনিংস শেষে টাইগারদের সংগ্রহ মোটে একশো ছাব্বিশ। নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট; দেশটির চতুর্থ বোলার হিসেবে ছুঁয়েছেন তিনশ উইকেটের মাইলফলক।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক টম লাথামের ডাবল সেঞ্চুরি, ডেভন কনওয়ের সেঞ্চুরি এবং টম ব্লান্ডেলের অপরাজিত অর্ধশতকে রানের পাহাড়ে স্বাগতিকরা। পাঁচশো একুশ রানে লাথাম যখন ইনিংস ঘোষণা করছেন, ততোক্ষণে ম্যাচের গতিপথ অনেকেই অনুমান করতে শুরু করে দিয়েছিলেন। মাঠের দর্শকরা যেভাবে করতালি দিচ্ছিলেন, তা অন্তত এই বার্তাই দেয়।
জবাবে ব্যাট করতে নেমে এগারো রানেই টাইগারদের চার ব্যাটসম্যান প্যাভিলিয়নে, সাতাশে পাঁচ। সেখান থেকে সোহানকে নিয়ে রাব্বির ষাট রানের জুটিতে প্রতিরোধ। তবুও খুব বেশী পথ পাড়ি দিতে পারেনি টাইগাররা। শেষে ইয়াসির একা হাতে চেষ্টা করলেও বাংলাদেশ প্রথম ইনিংসে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মোটে একশো ছাব্বিশ রান।